ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হার্শার চোখে এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
হার্শার চোখে এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল

বাংলাদেশ টেস্ট দল সম্প্রতি পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে এসেছে। প্রথম ম্যাচটি তারা জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

দ্বিতীয়টিতেও তাদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক পাকিস্তান। এখন সাকিব-শান্তদের পরবর্তী লড়াই ভারতের বিপক্ষে। এই দলটিকে এবার প্রশংসায় ভাসিয়েছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।  

ভারতের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচকরা। ভোগলের মতে, এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড। এই দলটি এবার ভারতের মাটিতে ভালো করবে বলেও ধারণা তার। কেন এমন মন্তব্য করেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।  

আজ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে ভোগলে বলেন, 'আমি সত্যিই বিশ্বাস করি, সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই আমার দেখা বাংলাদেশের সেরা টেস্ট দল। '

বাংলাদেশ বর্তমান টেস্ট দলের পেস আক্রমণ নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করেন ভোগলে। এই পেসারদের কারণেই দলটি এত শক্তিশালী বলে মত তার, 'এই দলকে সেরা বলার প্রধান কারণ হচ্ছে তাদের গতিময় পেস আক্রমণ। নাহিদ রানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার। সব সময় আমরা সত্যিকারের পেসের কথা বলি যেটাতে কিছু না কিছু হয়। পাকিস্তানের খুব ভালো ব্যাটারদের সে ভুগিয়েছে। হাসান মাহমুদ আরেকজন যে বেশ কিছু উইকেট নিয়েছে। তাসকিন আহমেদের নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ যে তাকে এত রেটিং কেন দেওয়া হয়। '

বাংলাদেশ দলের ব্যাটিং গভীরতার প্রশংসাও করেছেন ভোগলে। তিনি বলেন,  'বাংলাদেশের তিনজন সত্যিকারের পেসার আছে। তবে আমি আরও বেশি রেটিং দেওয়ার কারণ হচ্ছে তাদের ব্যাটিং গভীরতা। আপনি যদি তাদের শীর্ষ ৮ জনের দিকে দেখেন, দুইজন (মুশফিকুর রহিম ও লিটন দাস) এমন খেলোয়াড় আছে যারা কিপিং করতে পারে এবং দুজনেই লাইনআপের সত্যিকারের দুজন ব্যাটার তারা। ' 

'দলে দুজন স্পিন বোলিং অলরাউন্ডার আছে। এর মধ্যে সাকিব আল হাসান তো আছেই; আরেকজন মেহেদী হাসান মিরাজ, প্রতিবারই তাকে দেখে আগের চেয়ে আরও ভালো মনে হবে। ৫, ৬, ৭ এবং ৮ নম্বরে মুশফিকুর রহিম, সাকিব, লিটন দাস এবং মিরাজ; তারা সবাই মিডল অর্ডারে ব্যাটিং করতে পারে। এই বাংলাদেশ দলের লাইনআপে তারা সবাই প্রয়োজনে নিচের দিকে ব্যাটিং করতে সক্ষম, যা এই দলটির ব্যাটিং গভীরতা ও শক্তির জানান দিচ্ছে। '

ভোগলে মনে করেন, লিটন ও মিরাজ দলের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত, 'লিটন ও মিরাজকে দেখে আমার মনে হয়, তারা আরও বড় ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত। আমি জানি না সাকিব আর কতদিন খেলবে। কিন্তু আমার ধারণা, তার শেষের শুরুটা হয়ে গেছে। একই কথা খাটে মুশফিকের ক্ষেত্রেও। আমার মতে, এই দুজন বিদায় নিলে সেরা বিকল্প হতে পারে লিটন ও মেহেদী। '

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। ভোগলের মতে, এই সিরিজে ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের প্রথম চার ব্যাটারকে রান করতে হবে এবং ভারতের পেস আক্রমণ সামলানোর জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, 'টপ অর্ডার থেকে আরও রান পেতে হবে বাংলাদেশলে। বিশেষ করে অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। প্রথম চার জন রান না পেলে ৫ থেকে আটে নামা ব্যাটারদের জন্য তা বাড়তি চাপ তৈরি করবে। এটা একটা বড় পরীক্ষা হতে যাচ্ছে তাদের জন্য, কারণ বাংলাদেশে যে ধরনের পিচে তারা খেলে অভ্যস্ত, ভারতে তেমনটা পাবে না। '

ভারতের পেস আক্রমণও যে কম শক্তিশালী নয়, সে কথাও মনে করিয়ে দেন ভোগলে, 'ভারত কোনো ছাড় দেবে না। আপনার দলে সাকিব, তাইজুল ও মিরাজের মতো ভালো স্পিনার আছে। কিন্তু ভারত সুযোগ দেবে না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচে হয়েছিল তারপর তো নয়ই। তাই ভারতও জসপ্রিত বুমরাজ, মোহাম্মদ সিরাজকে কাজে লাগাবে ভালোভাবেই। তাদের সঙ্গে দেখা যেতে পারে আকাশদীপকে যার বাড়তি পেস আছে, কিংবা বাঁহাতি পেসার যশ দয়ালকে। ফলে বাংলাদেশকেও কঠিন পেস-পরীক্ষার মুখোমুখি হতে হবে। '

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেও ভোগলের মতে, সিরিজের প্রথম ম্যাচে স্পষ্ট ফেভারিট ভারতই। তিনি বলেন, 'ভারত ফেভারিট হিসেবেই শুরু করবে। কিন্তু আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করি। তারা যদি লড়াই উপহার দিয়ে পারে, তাহলে দুই টেস্টের সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। '

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।