ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির আগস্ট মাসের সেরা দুই লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
আইসিসির আগস্ট মাসের সেরা দুই লঙ্কান ক্রিকেটার

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুনিথ ভেল্লালাগের। তারই স্বীকৃতি পেলেন তিনি।

ছেলেদের ক্রিকেটে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। নারী ক্রিকেটের মাস সেরা হয়েছেন তারই স্বদেশী হার্শিতা সামারাবিক্রমা।

ঘরের মাটিতে গত মাসে ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা। সিরিজে বল হাতে ৭ উইকেট ও ব্যাট হাতে ১০৮ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন ভেল্লালাগে। আর তাতেই তিনি পেলেন আইসিসির পুরস্কার। শ্রীলঙ্কার পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিস, প্রবাথ জয়সুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস জেতেন।

মাসসেরা হওয়ার পথে ভেল্লালাগে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজকে। এই দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয় পেসার সিলস নিয়েছেন ১২ উইকেট। আর ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা হন প্রোটিয়া স্পিনার মহারাজ।  

নারীদের ক্রিকেটে গত মাসে সামারাবিক্রমা দুই টি-টোয়েন্টিতে ১৫১ রান এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭২ রান করেন। যার পুরস্কারই পেয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের হয়ে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরিও করেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মেনেছেন শীর্ষ তিনের বাকি দুই ক্রিকেটার আয়ারল্যান্ডের ওর্লা প্রেনডারগাস্ট ও গ্যাবি লুইস।

ভেল্লালাগে-সামারাবিক্রমা আরও একটি কীর্তি গড়েছেন। দ্বিতীয়বারের মতো একই দলের নারী-পুরুষ বিভাগের দুই ক্রিকেটার মাসসেরার পুরস্কার জিতল। গত জুনে প্রথমবার ভারতের জাসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা মাসসেরা হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।