ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটির পর শক্ত অবস্থানে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটির পর শক্ত অবস্থানে কিউইরা

শ্রীলঙ্কার অবশিষ্ট ৩ উইকেট তুলে নিতে খুব বেশি সময় নেয়নি নিউজিল্যান্ড। স্বাগতিকদের ৩০৫ রানে গুটিয়ে দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের দেখা পান উইলিয়াম ও'রোর্ক।

 

এরপর বৃষ্টিবিঘ্নিত দিনের বাকি সময়টাও নিজের করে নেয় কিউইরা। দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে থেকে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান। ড্যারিল মিচেল ৪১ ও টম ব্লান্ডেল অপরাজিত আছেন ১৮ রানে।

গলে প্রথম সেশনে খেলা হয়েছে কেবল পাঁচ ওভার। ৩০২ রানে ৭ উইকেট নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা আর মাত্র ৩ রানই যোগ করতে পারে। কিউইদের হয়ে ৫৫ রানে ৫ উইকেট পান ও'রোর্ক। এছাড়া এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস নেন দুটি উইকেট।

জবাবে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে ওপেনিংয়ে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। ৬৩ রানের এই জুটি ভাঙেন রমেশ মেন্ডিস। ১৭ রান করা কনওয়েকে ফেরান তিনি।

এরপর কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ল্যাথাম। ২৯তম ফিফটি তুলে নিয়ে ৬ চারে ৭০ রানে প্রভাত জয়সুরিয়ার শিকার হন  বাঁহাতি এই ওপেনার। উইলিয়ামসনও পেয়ে যান ফিফটির দেখা। কিন্তু তা বেশি বড় করতে পারেননি তিনি। ৪ চার ও ১ ছক্কায় ৫৫ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার। এর আগে রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে গড়েন ৫১ রানের জুটি।

উইলিয়ামসনের পর অবশ্য রবীন্দ্রকেও (৩৯) নিজের শিকারে পরিণত করেন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর ৫৯ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে বাকি দিনটা নির্বিঘ্নে কাটিয়ে দেন মিচেল-ব্লান্ডেল। তবে এখনো ৫০ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।