ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির উইকেটকেই ‘সেরা’ বলছেন হাসান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
কোহলির উইকেটকেই ‘সেরা’ বলছেন হাসান 

স্বপ্নের মতো শুরু যাকে বলে। রোহিত শর্মা, শুভমান গিলের পর নেন বিরাট কোহলির উইকেটও।

ভারতের ব্যাটিং লাইনআপকে রীতিমতো একাই কাঁপিয়ে দিয়েছেন হাসান মাহমুদ।

১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। পরে অবশ্য রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার শত রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। হাসান নিয়েছেন চার উইকেট। এর মধ্যে সেরা ছিল কোনটি? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটা (কোহলি) সেরা উইকেট। ’

কী পরিকল্পনা নিয়ে বল করেছেন? হাসান বলেন, ‘আমার পরিকল্পনা খুব সাধারণ ছিল। নতুন বলে আমি নিজের শক্তি অনুযায়ী বোলিংয়ের চেষ্টা করেছি। যেটা আমি ভালো পারি, সেটাই পুরো সময় করতে চেয়েছি। এরই ফল পেয়েছি। ’

হাসানের টেস্ট ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। এর মধ্যেই সবশেষ টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন হাসান। এবারও ভারতকে একাই ফেলেছেন চাপে। দলের জন্য কাজ করে যাওয়াটাই লক্ষ্য থাকে বলে জানান ডানহাতি এই পেসার।  

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়াই আনন্দদায়ক আমার কাছে। পাকিস্তানে ৫ উইকেট পেয়েছি, ওটার ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করছি, যতটুকু দলের জন্য করতে পারি নিজের সেরাটা দিয়ে। ’

বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।