ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোহিতকে ফেরালেন তাসকিন, নাহিদের শিকার জায়সাওয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
রোহিতকে ফেরালেন তাসকিন, নাহিদের শিকার জায়সাওয়াল

ভারতের দেওয়া বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দুই সেশনও টিকতে পারেনি বাংলাদেশ। স্রেফ ১৪৯ রানেই গুটিয়ে যায় তারা।

তবে ফলো অন করায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতোমধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে তারা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। তৃতীয় ওভারে বল করতে এসে তাকে ফেরান তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেসারের ডেলিভারি স্লিপে জাকির হাসানের তুলে দিয়ে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। ফেরেন ৭ বলে ৫ রান করে।  

গত ইনিংসে থিতু হয়ে ফিফটি হাকানো ইয়াশাসবি জায়সাওয়াল দ্বিতীয় ইনিংসে অবশ্য লড়তে পারেননি। সপ্তম ওভারে বল করতে এসে তাকে ফেরান নাহিদ রানা। অফ স্টাম্পের বাইরে করা বল ড্রাইভ করতে গিয়ে লিটন দাসের হাতে তুলে দেন জায়সাওয়াল। ফেরেন ১৭ বলে ১০ রান করে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪৬ রান। ২৭৩ রান পিছিয়ে আছে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরির পাশাপাশি রবীন্দ্র জাদেজা ও জায়সাওয়ালের ফিফটি ছাড়ানো ইনিংসে ৩৭৬ রান করে ভারত।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।