ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রফিককে ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট খেলোয়াড় সাকিব

স্পোর্টস ডেস্কw | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
রফিককে ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট খেলোয়াড় সাকিব

বাংলাদেশ ক্রিকেটের আরও একটি জায়গায় উচ্চতার শিখরে পৌঁছালেন সাকিব আল হাসান। টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারে পরিণত হলেন তিনি।

যে রেকর্ডটি দীর্ঘদিন ধরে ছিল মোহাম্মদ রফিকের নামে।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিন (আজ) সাকিব খেলতে নামেন ৩৭ বছর ১৮১ দিন বয়সে। অন্যদিকে রফিক তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান রফিক।

টেস্টে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি ইংলিশ কিংবদন্তি উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে নিজের শেষ টেস্টটি ৫২ বছর ১৬৫ দিনে খেলেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।