ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন নারী ক্রিকেটাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন নারী ক্রিকেটাররা

ঘরের মাঠেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভেন্যু বদলে গেছে।

এখন বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে।  

এই টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল। এবারের বিশ্বকাপে একটি জয়ের লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল তারা। ওই ম্যাচের পর এখন অবধি আর কোনো জয় আসেনি বাংলাদেশের।  

এবারের বিশ্বকাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে তারা। বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

৩ অক্টোবর বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।