ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের হঠাৎ অবসরে ‘হতাশ’ রিশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
সাকিবের হঠাৎ অবসরে ‘হতাশ’ রিশাদ

অনেকটা অপ্রত্যাশিততভাবেই কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে চলে আসেন সাকিব আল হাসান। এরপর দেন আকস্মিক এক ঘোষণা।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান বলে জানান তিনি।  

তার অবসরের এমন ঘোষণা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াই আসছে। শনিবার মিরপুরে এ নিয়ে কথা বলেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। খুব বেশিদিন সাকিবের সঙ্গে খেলেননি তিনি। তবে সাকিবের অবসরে কিছুটা হতাশ রিশাদ।  

তিনি বলেন, ‘সাকিব ভাই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল। এটা আমাদের জন্য হতাশার ব্যাপার। ইন শা আল্লাহ আস্তে আস্তে সর্বোচ্চটা দিয়ে আমরা কাভার করার চেষ্টা করব। ’

বাংলাদেশ দলের নতুন মিশন ভারতের বিপক্ষে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। এই মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর প্রস্তুতি নিয়েও কথা বলেছেন রিশাদ।  

তিনি বলেন, ‘ভারত তো সবসময় ভালো দল। টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা আশা করি সিরিজ জিতে ফিরব। আমাদের প্রস্তুতি এভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করছি না সিরিজ জিততে পারব না। ’

‘উইকেট তো আর আমাদের হাতে নেই। যে উইকেট বা পরিস্থিতি আসুক, আমাদের মানিয়ে খেলতে হবে এবং ওখানে পারফর্ম করতে হবে। আমরা ওই প্রস্তুতি নিচ্ছি যেন যেকোনো কন্ডিশনে খেলতে পারি। ’

গত বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে রিশাদের। ৭ ম্যাচে ১৪ উইকেট পান তিনি, নিজেকে চেনান বিশ্ব দরবারে। এই লেগ স্পিনারই এক বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী। বাংলাদেশের সুপার এইট খেলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।  

তবে সেসবকে অতীতই বলছেন রিশাদ, ‘বিশ্বকাপে যেটা গেছে, সেটা তো আর ফিরে আসবে না। চেষ্টা করব এর চেয়ে ভালো কীভাবে করা যায়। সেই প্রস্তুতিই চলছে, সামনে দুই-তিনটা সিরিজ আছে। ’

বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।