ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নেই উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নেই উইলিয়ামসন

শ্রীলঙ্কা সফরে খেলার সময় কুঁচকির চোটে পড়েন কেইন উইলিয়ামসন। যা তাকে বেশ ভালোভাবেই ভোগাচ্ছে।

যে কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না তিনি। এমনটাই বলেছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

চোট পাওয়ার পর দলের সঙ্গে ভারতে যোগ দেননি উইলিয়ামসন। দেশেই রিহ্যাব কার্যক্রম চলছে তার।  

স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণ করছি। সে সঠিক পথেই এগোচ্ছে। কিন্তু এখনো শতভাগ ফিট নয়। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে আরও উন্নতি দেখতে পারব আমরা এবং তাকে তৃতীয় টেস্টে খেলানোর সুযোগ পাব। প্রস্তুত হওয়ার জন্য যতটা সম্ভব সময় দেওয়া হবে তাকে, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে। ’ 

প্রথম টেস্টে উইলিয়ামসনের পরিবর্তে একাদশে সুযোগ পান উইল ইয়াং। তিনে নেমে প্রথম ইনিংসে ৩৩ রান করলেও দ্বিতীয় ৪৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ডানহাতি এই ব্যাটার। বেঙ্গালুরুতে ৮ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামী ২৪ অক্টোবর থেকে পুনেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।