ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লর্ডসের অনার্স বোর্ডে নাম না থাকার আক্ষেপ ইমরুলের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
লর্ডসের অনার্স বোর্ডে নাম না থাকার আক্ষেপ ইমরুলের

টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে খুলনার হয়ে ইতি টানবেন প্রথম শ্রেণির ক্রিকেটেরও।

প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে অনেক বর্ণিল স্মৃতিই আছে তার।  

তবে একটি আফসোস এখনও পোড়ায় ইমরুলকে। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৭ বলে ৭৫ রান করেছিলেন তিনি। ওই ম্যাচেই সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তার উদ্বোধনী সঙ্গী তামিম ইকবাল। টেস্ট ক্যারিয়ারের ইতি টানার সময়ও লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলতে না পারার আক্ষেপ রয়ে গেছে ইমরুলের।  

তিনি বলেন, ‘২০১০ সালে লর্ডসের ওই ৭৫ রানের ইনিংসটা যদি আমি সেঞ্চুরিতে রূপ দিতে পারতাম, খুবই খুশি হতাম। আমি তখন অনুভূতিটা বুঝতে পারিনি, কিন্তু যখন তামিমের নাম দেখলাম অনার্স বোর্ডে; তখন বুঝতে পেরেছি (নিজের নাম অনার্স বোর্ডে তুলতে না পারা। )’

২০১৯ সালে ইডেন গার্ডেন্সে সবশেষ টেস্ট খেলেছিলেন ইমরুল। ৩৯ টেস্টে ১৭৯৭ রান তার। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে মিলে ৫৩ ইনিংসে ২৩৩৬ রান করেছেন ইমরুল। এই ফরম্যাটে এটিই সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। তামিমের সঙ্গে জুটি নিয়েও কথা বলেন ইমরুল।  

তিনি বলেন, ‘আমি সবসময় তামিমের সঙ্গে ব্যাটিং উপভোগ করি। আমরা সবসময়ই ভালো জুটি গড়েছি। ব্যাটিংয়ের সময় কথা বলতাম, সে খুবই সমর্থন দিতো। যদি আমরা কোনো সমস্যা হতো, আমি তার কাছে সব বলতাম। এই বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ। ’

‘আমার মনে আছে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট ম্যাচটা ড্র করেছিলাম, আমাদের জুটির রান তখন দেড়শ; তামিম এসে বললো আমরা এই টেস্ট ড্র করতে পারবো যদি দুজন আরেকটা সেশন খেলতে পারি। তারপর আমরা ভাবলাম কীভাবে এটা করা যায়। এই বোঝাপড়া গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।