আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ চারে যাওয়ার আগে শ্রীলঙ্কার কাছে হারল টাইগার যুবারা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ 'বি'-এর ম্যাচে ৭ রানে হেরেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ২২৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৫০ ওভার পূর্ণ করতে পারেনি তারা। ৪৯.২ ওভারেই থামে তাদের ইনিংস। জবাবে ৩ বল বাকি থাকতেই ২২১ রানে অলআউট হয় বাংলাদেশের ছেলেরা।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। দুই ওপেনার মিলেই তুলে ফেলেন ৫২ রান। এর মধ্যে জাওয়াদ আবরার ২২ বলে ২৪ রান করে আউট হলেও আরেক ওপেনার কালাম সিদ্দিকি ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। অন্যপ্রান্তে অবশ্য তাকে সেভাবে সঙ্গ দিতে পারছিলেন না তিনি।
দলীয় ১০০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে সেখান থেকে কালাম সিদ্দিকি ও দেবাশীষ সরকার দেবা মিলে ৭৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। কিন্তু রানের গতি ঠিক রাখতে পারেননি তারা। এরপর ১৩৪ বলে ৯৫ রান করে কালাম বিদায় নিলে ফের বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।
৩৯তম ওভারের প্রথম বলে কালাম আউট হন। ওই ওভারের চতুর্থ বলে রিজওয়ান হোসেন বিদায় নেওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি। সেই ধাক্কায় কিছুক্ষণ পর দেবাও (৫২ বলে ৩১ রান) ফিরলে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর একে একে ড্রেসিংরুমে ফেরেন বাকিরাও। তবে আশা হয়ে টিকে ছিলেন উইকেটকিপার-ব্যাটার ফরিদ হাসান ফয়সাল (২৪)। কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে তিনি রানআউট হয়ে বিদায় নিলে হেরে যায় বাংলাদেশ।
বল হাতে শ্রীলঙ্কার অধিনায়ক ভিহাস থিউমিকা নেন ৩ উইকেট। এছাড়া ভিরান চামুডিথা, মাথুলান কুগাথাস ও প্রাভিন মনীষা ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।
এর আগে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। তবে একমাত্র ব্যক্তিক্রম চারে নামা ভিমাথ দিনাসারা। প্রায় একাই দলের ইনিংস টেনে নেন তিনি।
দলকে দেড়শ পার করে বিদায় নেওয়ার আগে ১৩২ বলে ১০৬ রান করেন এই লঙ্কান ব্যাটার। এছাড়া বলার মতো রান পেয়েছেন লাকভিন আবেসিংহে (২১), ভিহাস (২২), চামুডিথা (২২) ও পালিন্ডু পেরেরা (১৯)।
এই হারের পর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। আর ৩ ম্যাচের সবকয়টিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। ২ পয়েন্ট নিয়ে নেপাল ও শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে আফগানিস্তান।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এমএইচএম