গ্যাবা টেস্টের তৃতীয় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে বৃষ্টির লুকোচুরি। খেলা হয়েছে ৩৩ ওভার।
এর আগে ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। লোয়ার অর্ডারদের নিয়ে ১৬ ওভারে আরও ৪০ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি। ৮৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭০ রান করে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ভারতের হয়ে ৭৬ রানে সর্বোচ্চ ৬ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
ভারতের ইনিংসের শুরুটা হয় বাউন্ডারি দিয়ে। কিন্তু মিচেল স্টার্কের দ্বিতীয় বলেই স্কয়ার লেগে থাকা মিচেল মার্শের হাতে ক্যাচ যশস্বী জয়সওয়াল (৪)। পরের ওভারে এসে শুভমান গিলকেও (১) তুলে নেন স্টার্ক।
অফ স্টাম্পের বাইরের বল খেলার লোভ কোনোভাবেই কাটাতে পারছেন বিরাট কোহলি। এবারও তাই অল্পতেই সাজঘরে ফিরতে হলো তাকে। অষ্টম ওভারে জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক ক্যারির হাতে ক্যাচ দেন তিনি। ১৬ বল খেলে ৩ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ব্যাটার।
শেষবার গ্যাবায় ম্যাচজয়ী ইনিংস খেলা ঋষভ পন্ত আজ দাঁড়াতেই পারেননি। ১২ বলে ৯ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি। বৃষ্টির কারণে ১৭ ওভারের বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি ভারত। রানের খাতা না খোলা অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৩৩ রান নিয়ে অপরাজিত আছেন লোকেশ রাহুল।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এএইচএস