ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে স্টোকস

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইনজুরিতে পড়ায় অন্তত তিন মাস থাকবেন মাঠের বাইরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে গিয়ে পুরোনো চোট নতুন করে পেয়ে বসেন তিনি। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের।

বিবৃতিতে ইসিবি জানায়, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে একই চোটে পড়েছিলেন স্টোকস; গত আগস্ট মাসে দ্য হান্ড্রেড খেলতে গিয়ে। সেবার দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পরে পাকিস্তান সফরে দলের সঙ্গী হন আবার। তবে এবার পুনর্বাসনের সময়টা আরও লম্বা হতে যাচ্ছে ইংলিশ এই অধিনায়কের।  

হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন চোট পান স্টোকস। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে পারেননি ইংলিশ অধিনায়ক। যদিও সিরিজ জুড়ে তার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচের ৪ ইনিংসে ব্যাট হাতে ১৫৫ রানের পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় তার দল।  

এদিকে লম্বা সময় ধরে অবশ্য কোনো টেস্ট ম্যাচ নেই ইংল্যান্ডের। আগামী মে মাসে রয়েছে তাদের সিরিজ। অর্থাৎ, পুনর্বাসনের জন্য প্রায় ৬ মাস সময় পেতে যাচ্ছেন স্টোকস। এরপর হয়তো মাঠে দেখা যেতে পারে তাকে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।