ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সোহান-ইফতিখারের ব্যাটে রংপুরের ১৫৫

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
সোহান-ইফতিখারের ব্যাটে রংপুরের ১৫৫

উদ্বোধনী জু্টি বড় হয়নি খুব বেশি। দলের বিপদ আরও বাড়ে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেললে।

তবে শুরুতে খুশদিল শাহ ও পরে নুরুল হাসান সোহানের সঙ্গে জুটি গড়ে রান ভালো জায়গায় নিয়ে গেছেন ইফতেখার আহমেদ। শেষদিকে ঝড়ো ইনিংস খেলেছেন মাহেদী হাসানও।  

মিরপুরে বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে রংপুর।  

টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানে নিজেদের প্রথম উইকেট হারায় রংপুর। ৭ বলে ৭ রান করা অ্যালেক্স হেলস ক্যাচ দিয়ে আউট হন আরিফুল হকের বলে। প্রথম উইকেট হারানোর পরের ছয় রানের ভেতরই আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।  

পরের দুটি উইকেটই পান আল আমিন হোসেন। তিনি শুরুটা করেন সাইফ হাসানকে দিয়ে। ৭ বলে ৪ রান করে তিনি ক্যাচ দেন রনি তালুকদারের কাচে। এক বল পরই ১৫ বলে ১২ রান করা হেলস ক্যাচ দেন উইকেটের পেছনে।  

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। দুজন মিলে ৩৮ বলে ৪১ রানের জুটি গড়েন। ১৬ বলে ২১ রান করে সামিউল্লাহ সিনওয়ারীর বলে খুশদিল ক্যাচ দিলে এই জুটি ভাঙে।  

কিন্তু দলকে আর নতুন করে চাপে পড়তে দেননি নুরুল হাসানা সোহান। ইফতেখার আহমেদকে নিয়ে সংগ্রহটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার কাজও করেন তিনি। ৪ চার ও ২ ছক্কার ইনিংসে ২৪ বলে ৪১ রান করেন তিনি। রিচ টপলের বলে আরিফুল হক অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলে আউট হন সোহান।  

এরপর ব্যাটিংয়ে নেমে দলের রান আরও বাড়িয়ে দেন মাহেদী হাসান। ৮ বলে ১৬ রান করে ইনিংস শেষ হওয়ার এক বল আগেই আউট হয়ে যান তিনি। ৪২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন ইফতেখার।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।