ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পেরেরার সেঞ্চুরিও জেতাতে পারেনি ঢাকাকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
পেরেরার সেঞ্চুরিও জেতাতে পারেনি ঢাকাকে

উদ্বোধনী দুই ব্যাটার ফিরতেই বিপদে পড়লো খুলনা টাইগার্স। তবে দলটির শেষদিকের ব্যাটাররা তাদের এনে দিলেন ভালো সংগ্রহ।

ওই রান তাড়ায় নেমে ঢাকা ক্যাপিটালসের জন্য একাই লড়লেন থিসারা পেরেরা। তিনি করলেন সেঞ্চুরিও। কিন্তু তার রান জয়ের ব্যবধানই কেবল কমেছে।  

শুক্রবার বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে খুলনা টাইগার্স। পরে ওই রান তাড়ায় নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ঢাকা।

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ এক উদ্বোধনী জুটি পায় খুলনা টাইগার্স। চতুরঙ্গ ডি সিলভার বলে নাঈম শেখ ফিরলে ৪৯ রানের জুটিটি ভাঙে। ১৭ বলে ৭ চারে ৩০ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। দুই বল পরই রানজানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন আফিফ হোসেন। ২ বলে ১ রান করেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৫ রান তোলে খুলনা। কিন্তু এরপরই তাদের ব্যাটিং অর্ডারে রীতিমতো ধ্বস নামে।  

পরের ৪৩ রানে পাঁচ উইকেট হারায় তারা। এরপর ২৯ বলে ৪৩ রানের জুটি গড়েন জিয়াউর রহমান ও মাইদুল ইসলাম অঙ্কন। ২২ বলে ৩২ রান করে অঙ্কন ও ১৫ বলে ২২ রান করেন জিয়াউর রহমান। শেষদিকে ৩ ছক্কায় ৮ বলে ২১ রান করেন আবু হায়দার রনি। ঢাকা ক্যাপিটালসের হয়ে ২ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা।

রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে ছিল ঢাকা ক্যাপিটালস। ২৬ রানেই তারা হারিয়ে ফেলে চার উইকেট। শুরুটা হয় লিটন দাসকে দিয়ে। ৩ বলে ২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি, পরের বলেই স্টিফেন এস্কানজিও ক্যাচ তুলে দেন।  

পাওয়ার প্লের ছয় ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট হারায় ঢাকা। এরপর শাহাদাৎ হোসেন দীপু ৮ বলে ৩ ও আলাউদ্দিন বাবু আউট হন তিন বলে শূন্য রানে। ৬ উইকেট হারানোর পর থিসারা পেরেরার সঙ্গে বড় জুটি গড়েন চতুরঙ্গ ডি সিলভা। অনেকটা একাই লড়েন থিসারা। সেঞ্চুরিও তুলে নেন তিনি। ৯ চার ও ৭ ছক্কায় ৬০ বলে ১০৩ রান করেন পেরেরা। ৬৩ বলে ১১২ রানের জুটিতে ২০ বলে মাত্র ১১ রান করেন চতুরঙ্গ।  

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুনায়ারি ০৩, ২০২৫
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।