ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

এবারের বিপিএলে অন্যবারের চেয়ে পিচ ভালো: নবী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এবারের বিপিএলে অন্যবারের চেয়ে পিচ ভালো: নবী

বিপিএলের সঙ্গে সমালোচনাটা জড়িয়ে যাওয়া ছিল অবধারিত। এবারও বিভিন্ন বিষয়ে তা আছে।

কিন্তু এ বছরের বিপিএলে পিচগুলো নিয়ে তেমন একটা সমালোচনা নেই। ঢাকা, সিলেট, চট্টগ্রাম তিন ভেন্যুতে বেশির ভাগ ম্যাচেই রান হয়েছে।  

বড় রান তাড়া করে দলগুলোকে জিততেও দেখা গেছে। এবারের বিপিএল তাই অন্যবারের চেয়ে বেশি উপভোগ করছেন ফরচুন বরিশালের আফগান তারকা মোহাম্মদ নবী। লিগ পর্বে চারটি ম্যাচ বাকি আছে তাদের। এগুলোতে ভালো করার আশা প্রকাশ করে তিনি কথা বলেছেন উইকেট নিয়েও।  

মিরপুরে নবী বলেন,  ‘আমাদের এখনও চার ম্যাচ বাকি আছে। ওই ম্যাচগুলোতে মনোযোগ দিয়ে দলকে সেরা দুইয়ে রাখতে চাই। বাকি চার ম্যাচ ও প্লে অফ ঢাকাতেই হবে। আমরা ইতোমধ্যেই এই কন্ডিশনে অভ্যস্ত হয়ে গেছি। গত বছরের চেয়ে এবারের পিচ ভালো। এজন্যই বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং হচ্ছে, সেটি তাড়াও করা যাচ্ছে। আমরা এমনই চাই। ’

টি-টোয়েন্টিতে দর্শকরা রান দেখতে চান। কিন্তু বিপিএলে তা দেখা যায়নি এতদিন। তবে এবার দলগুলো নিয়মিতই দুইশ ছাড়িয়ে যাচ্ছে। চট্টগ্রাম পর্ব শেষ হওয়া অবধি সাতজন ব্যাটার হাঁকিয়েছেন সেঞ্চুরিও। কেন এবারের পিচগুলো আগের চেয়ে ভালো এটিও ব্যাখ্যা করেছেন নবী।  

তিনি বলেন, ‘আমার মনে হয় এবার পিচগুলো বাড়তি বিশ্রাম পাচ্ছে। তারা প্রতিটি খেলার জন্যই ঠিকঠাক পিচ তৈরি করছে, এজন্যই তিনটা ভেন্যুতে খেলা হচ্ছে। বেশির ভাগ সময়ই ভেন্যু তিনটা থাকে, কিন্তু এবার পিচের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে, পিচগুলো ভালোও হচ্ছে। ’ 

‘বেশির ভাগ সময় স্পিনাররা সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়, এবার তাসকিনের মতো পেসাররা হচ্ছে। এটার মানে হচ্ছে ভালো পিচ আছে আর বাংলাদেশও কিছু মানসম্পন্ন বোলারা পেয়েছে। এবার ভালো বোলিং হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।