ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের ‘শঙ্কিত’ না হওয়ার বার্তা বিসিবির, ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
ক্রিকেটারদের ‘শঙ্কিত’ না হওয়ার বার্তা বিসিবির, ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সমালোচনা সঙ্গী সবসময়ই। এবার আলোচনায় খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু।

এজন্য দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বর্জনের মতো ঘটনাও ঘটিয়েছেন। হুমকি ছিল ম্যাচ না খেলারও।  

আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে বেশ শোরগোল শোনা গিয়েছে। শনিবার বিসিবির সভায়ও এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এরপর খেলোয়াড়দের শঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

তিনি বলেন, ‘আমরা সম্প্রতি দেখছি কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতোমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখব। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব। আমরা ইতিমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষদের ডেকেছি। ইতিমধ্যে যেসব হয়েছে তা আমরা মেনে নিচ্ছি। ’ 

এ নিয়ে পরে কথা বলেন বিসিবির আরেক পরিচালক মাহবুব আনামও। তিনি জানান, এসব ইস্যু নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসবে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাসও দেন বিসিবির এই পরিচালক।  

তিনি বলেন, ‘এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষনিক যে সিদ্ধান্ত নেওয়ার বা পদক্ষেপ নেওয়ার সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে বসে আলোচনা করে নেব। বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমরা সেই দুরত্বগুলো মেটাতে হবে এবং ক্রিকেটারদের আশ্বস্ত করতে হবে যে বিপিএলের পারিশ্রমিকের যে নিয়ম আছে তা মেনে চলতে হবে। ’ 

‘ফ্র্যাঞ্চাইজি চুক্তির মধ্যে যেসব দিকগুলো মেনে চলতে হবে, দল মালিকরা যেন সেসব মেনে চলে তা নিশ্চিত করার জন্য যা করার দরকার বিসিবি সেটাই করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সে কার্যক্রমগুলো চলমান থাকবে। ’

প্রতিবারই বিপিএল এলে নানান সমালোচনা সঙ্গী হয়। একই সঙ্গে প্রতিশ্রুতির আশ্বাসও দেন বিসিবি কর্তারা। কিন্তু পরের বছর সেসব বিষয় সমাধান হতে দেখা যায় না। এ নিয়েও প্রশ্ন ছিল বিসিবির এই পরিচালকের কাছে।  

তিনি বলেন, ‘যে বিষয়গুলো হয় সেটা টুর্নামেন্ট ৫০ ভাগ চলে যাওয়ার পর তৈরি হয়। তখন কিন্তু টুর্নামেন্ট বন্ধ করা যাবে না। যে অ্যাকশনগুলো নেওয়ার দরকার বেশিরভাগ হলো আইনসংক্রান্ত। সে অ্যাকশনগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকি…আজকে সে ব্যাপারে যারা এই কাজগুলো করে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কী কী করতে হবে। ’ 

‘বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় শর্টফল আছে, আরেকটু সচেতন হলে এগুলো হতো না। আমাদের হাত তুলে বলতে হবে কোথায় আমাদের ভুল আছে এবং এসব ভুল যেন না হয়। এটা করার জন্য আমাদের আরও বলিষ্ঠ হতে হবে। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।