বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সেই সঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যানও করা হয়েছে এই বোর্ড পরিচালককে।
আজ বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বিপিএল নিয়ে ঝামেলা ও ঢাকার ক্লাবগুলোর অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কেটের ঘোষণার মধ্যেই আজ বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা। সেই বৈঠকেই ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেয়া হয়েছে নাজমুল আবেদীন ফাহিমের কাঁধে। নারী উইংয়ের চেয়ারম্যানও করা হয়েছে তাকে।
সবমিলিয়ে সাত পরিচালক পেয়েছেন এগারোটি কমিটির দায়িত্ব। বোর্ড সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকসের দায়িত্ব।
আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিসিডিএম-এ আগের মতোই থাকছেন সালাউদ্দিন। তবে ফাঁকা রাখা হয়েছে সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটি।
সভায় নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বিপিএল নিয়ে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার এবং সব দলের মালিকদের সঙ্গে জরুরি বৈঠকের সিদ্ধান্তও হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএইচএম