ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলীয় অর্ধশতকে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
দলীয় অর্ধশতকে বাংলাদেশের মেয়েরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: গ্রুপের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার নবম স্থান নির্ধারণী ম্যাচেও তারা টস জিতল।



আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সালমারা। প্রথম দুই ওভারে দুটি বাউন্ডারিতে বিনা উইকেটে ১২ রান করেছিল স্বাগতিকরা। কিন্তু পাওয়ার প্লে শেষে ২৫ রানে একটি উইকেট হারায় তারা। তবে ১০ ওভার তিন বল শেষে আরও একটি উইকেট হারিয়ে দলীয় অর্ধশতক ছুঁয়েছে তারা।

আয়েশা রহমান ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ম্যাককার্থির শিকার হন। ১৯ বলে দুটি বাউন্ডারি মেরে ১২ রানে ম্যারি ওয়ালড্রনের গ্লাভসবন্দি হন। একইভাবে সালমা খাতুনও উইকেট হারান। একটি চারে ৭ রান করেন তিনি।

ব্যাটিং ক্রিজে শারমিন আখতার ২৫ রানে ও অপর প্রান্তে লতা মন্ডল খেলছেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ৩ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।