ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
বিশ্বকাপের আগে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

ঢাকা: আগামী জানুয়ারি থেকে আবারো মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। আর এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি আ.জ.ম নাসির উদ্দিন।



টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জানুয়ারি থেকে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬তম জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু ঘোষণা করে। দেশের ৮টি ভেন্যুতে এবারের জাতীয় লিগ অনুষ্ঠিত হবে। সে সময় কোনো আন্তর্জাতিক আসর না থাকায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ, ফতুল্লা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রংপুরে ম্যাচ গুলো আয়োজন করা হবে বলে জানায় বিসিবির সূত্রটি।

এদিকে, বাংলাদেশে প্রথম শ্রেণির ঘরোয়া এ ক্রিকেট লিগকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ২০১৪-১৫ মৌসুম থেকে  জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের জন্য আলাদা করে বাউন্সি উইকেট তৈরি করছে বিসিবির গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।