ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় টি-২০ টুর্নামেন্টে মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বগুড়ায় টি-২০ টুর্নামেন্টে মুশফিক মুশফিকুর রহিম

বগুড়া: বগুড়ায় শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মাটিডালি ক্রীড়া চক্রের (এমকেসি) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে হঠাৎ উদ্বোধনী খেলায় উপস্থিত হন বাংলাদেশ জাতীয় টেষ্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

সকালে খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম।



আয়োজকদের নিজস্ব মাঠে মাটিডালি ক্রীড়া চক্রের সভাপতি মাহবুব হামিদ তারার সভাপতিত্বে অনুষ্ঠানে মুশফিকুর রহিম ছাড়াও মাটিডালি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ফারুকুল হাসান, জিল্লার রহমান, আজিজার রহমান, তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট ১২টি দলের খেলায় প্রথম দিন অংশগ্রহণ করে মাটিডালি সুপার কিং ও মাটিডালি এলেভেন ইয়ংস।
 
বাংলাদেশ সময় : ০৬৪১ ঘণ্টা,  জানুয়ারি ১০,  ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।