ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার নতুন ক্রীড়ামন্ত্রী হলেন অর্জুনা রানাতুঙ্গা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
শ্রীলঙ্কার নতুন ক্রীড়ামন্ত্রী হলেন অর্জুনা রানাতুঙ্গা

ঢাকা: শ্রীলঙ্কার নতুন সরকারের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেলেন  ক্রিকেট বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

মাইথিপ্রালা সিরিসেনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ২৫ জন মন্ত্রী ও ১০ জন সহকারী মন্ত্রী নিয়ে তার মন্ত্রী সভা গঠন করেছেন।

সেখানে অর্জুনা রানাতুঙ্গাকে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।

অর্জুনা রানাতুঙ্গা  ১৯৯৬ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর  ২০০০ সালে  অবসরে যাওয়ার পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্সে যোগ দেন তিনি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে শ্রীলঙ্কার পর্যটন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সাবেক ক্রিকেটার।

তবে ২০১০ সালে পিপলস অ্যালায়েন্স ছেড়ে যোগ দেন ডেমক্রেটিক ন্যাশনাল ফ্রন্টে। কিন্তু সেখানেও মত বিরোধের ফলে ২০১২ সালে পদত্যাগ করেন তিনি। এরপর তিনি শ্রীলঙ্কার ফ্রিডম পার্টিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।