ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট বোর্ডের নতুন কমিটি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ক্রিকেট বোর্ডের নতুন কমিটি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দশম সভায় দু’টি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ দু’টি কমিটি হলো টেকনিক্যাল কমিটি এবং হাই পারর্ফম্যান্স কমিটি।



বৃহস্পতিবার রাতে সভা শেষে হোটেল রেডিসনে এ কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

টেকনিক্যাল কমিটিতে সবাই সাবেক ক্রিকেটার, তবে এ কমিটির আহ্বায়কের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান বোর্ড প্রেসিডেন্ট।

টেকনিক্যাল কমিটিতে আছেন জাহাঙ্গীর শাহ বাদশাহ, আতাহার আলী খান, এএসএম ফারুক, ইশতিয়াক আহমেদ, মাইনুল হক এবং শফিকুল হক হীরা।

অন্যদিকে বিসিবির দুই ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম এবং আ জ ম নাসিরকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান করে গঠন করা হয়েছে হাই পারফর্ম্যান্স কমিটি।

এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিসিবির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা। তারা হলেন ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি নাইমুর রহমান দুর্জয়, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস(সিসিডিএম) এর চেয়ারম্যান গোলাম মুর্তজা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া, ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।