ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এ দলের দিকে মনোযোগ দেব : দুর্জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এ দলের দিকে মনোযোগ দেব : দুর্জয় নাইমুর রহমান দুর্জয়

ঢাকা: বাংলাদশ ‘এ’ দলের জন্য একটি স্থায়ী কাঠামো তৈরির পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড ) ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

বৃহস্পতিবার বিসিবির দশম বোর্ড সভায় বোর্ডের বিভিন্ন কমিটিতে ব্যাপক রদবদল হয়।

রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আসলে বয়স ভিত্তিক ক্রিকেট এবং জাতীয় দলের মাঝখানে বেশ গ্যাপ রয়েছে। যদিও ‘এ’ দল আছে তবে তার পুরোপুরি ব্যবহার হচ্ছে না। একজন ক্রিকেটার দল থেকে বাদ পড়লে তার জন্যেও জায়গার ব্যবস্থা করতে হবে যেন সে ফিরে আসতে পারে। আবার বয়সভিত্তিক ক্রিকেট থেকে একজন ক্রিকেটার যদি ‘এ’ দলের সিঁড়ি পাড়ি দিয়ে আসে তার জন্যেও আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে সহজ হবে। তাই আমার নজর থাকবে ‘এ’ দলের জন্যে একটি স্থায়ী কাঠামো তৈরি। ’

ক্রিকেট অপারেশন্স কমিটির  আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন দেশের সঙ্গে সিরিজ আয়োজন করা। এ বিষয়ে নতুন চেয়ারম্যান বলেন,’এফটিপি ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টাতো থাকবেই। তবে আমরা সেসব দলকেই আনার চেষ্টা করবো যাদের সঙ্গে খেললে আমাদের ক্রিকেটের উন্নতি হবে। ’

বর্তমানে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এর মধ্যে পেলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। তবে এ নিয়ে দুশ্চিন্তা করছেন না বাংলাদেশের প্রথম টেস্টের ক্যাপ্টেন, ‘আসলে সংসদ সদস্য হিসেবে আমি এলাকায় ওভার টাইম করি। এখানেও ভালো কিছু করার চেষ্টা থাকবে। অন্তত চেষ্টার ত্রুটি থাকবে না। তবে যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমি নিজেই ছেড়ে দেব। ’

দুর্জয়ের আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান এ পদে ছিলেন। তবে বিষয়টিকে বেশ সহজভাবেই দেখছেন দুর্জয়, ‘আসলে এই দায়িত্ব পাওয়া মানে কেউ একজনের এগিয়ে যাওয়া কিংবা পিছিয়ে যাওয়ার ব্যাপার নেই। এটাতো আগেও বলা হয়েছিলো যে সবাই বাই রোটেশন দায়িত্ব পালন করবেন। ’

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।