ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: বিশ্বকাপকে সামনে রেখে  বাংলাদেশ দলের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান কোচ চন্ডিকা হাতুরেসিংহে।   বিশ্বকাপ খেলার জন্যে অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।



বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন, ‘প্রস্তুতি যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। আশা করি ছেলেরা খেলার মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। ’

কোচ হিসেবে লক্ষের কথাও জানিয়ে দিলেন এই লঙ্কান কোচ, ‘আমরা প্রতিটি ম্যাচ আলদাভাবে পরিকল্পনা করেছি, তবে আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।   লক্ষ্যে পৌঁছাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ’

আফগানিস্তান এবং স্কটল্যান্ড  ছাড়া আর কোন দলের বিপক্ষে জয় আশা করছেন, এমন প্রশ্নের জবাবে হাতুরুসিংহে বলেন, ‘আমাদের জন্যে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখছি। ’

এদিকে সাকিবের বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতাটাও দলের কাজে লাগবে বলে মনে করেন হাতুরেসিংহে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।