ঢাকা: ক্রাইসচার্চে ইংল্যান্ডের দেয়া বিশাল টার্গেট তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে উদ্বোধনী ব্যাট করতে নামেন কায়েল কোয়েটজার ও কালাম ম্যাকলেওড।
এটি স্কটল্যান্ডের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ। প্রথমটি তারা স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে হেরেছিল।
এর আগে খেলার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৩০৩ রান সংগ্রহ করেন ইংল্যান্ড। দলের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার মঈন আলী। তিনি ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেলের।
এছাড়া এদিন ইংলিমদের হয়ে বিশ্বকাপের ওপেনিং জুটিতে ১৭২ রান করে নতুন রেকর্ড গড়েন মঈন ও বেল।
** স্কটিশদের ৩০৪ রানের টার্গেট দিল ইংলিশরা
** আড়াইশ রানে ইংলিশদের পঞ্চম উইকেটের পতন
** রুটকে ফেরালো স্কটিশরা
** দুই ওভারে দুই উইকেট হারালো ইংল্যান্ড
** রেকর্ড জুটির পর ১৭২ রানে প্রথম উইকেট হারালো ইংল্যান্ড
** মঈনের শতকে বড় সংগ্রহের ইঙ্গিত ইংলিশদের
** দলীয় শতক পেরিয়ে শক্ত অবস্থানে ইংলিশরা
** দেখেশুনে ব্যাট চালাচ্ছে ইংলিশ ওপেনাররা
** ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে স্কটল্যান্ড
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫