ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি শিবিরে কিউইদের আঘাত

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
অজি শিবিরে কিউইদের আঘাত সংগৃহীত

ঢাকা: ৮০ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে অজিরা। ইনিংসের শুরুতে তৃতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে হারানোর পর ১৩তম ওভারে অজি শিবিরে আঘাত হানেন স্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

১৩তম ওভারের শেষ বলে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেন ওয়াটসন। এরপরের ওভারের প্রথম বলে সাউদি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়ার্নারকে।

১৩.১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান।

ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই টিম সাউদির আঘাতে সাজঘরে ফিরেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। ম্যাচের প্রথম দুই ওভারে ৩০ রান তুলে নিয়ে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। আক্রমণাত্মক হয়ে ওঠা অ্যারন ফিঞ্চকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভেঙে সমর্থকদের উজ্জীবিত করেন টিম সাউদি।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিউজিল্যান্ডের অ্যকল্যান্ডের ইডেন পার্কে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে অজিরা।

পুল ‘এ’তে বিশ্বকাপের ২০তম এ ম্যাচে প্রথম খেলতে নামছেন অস্ট্রেলিয়া দলের নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্লার্ক দলে ফেরায় জর্জ বেইলিকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন নেই। আগের তিন ম্যাচ জেতায় অপরিবর্তিত একাদশ নিয়েই অজিদের মোকাবেলা করতে চায় ব্ল্যাকক্যাপসরা।

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।
নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও বাংলাদেশের সঙ্গে কোনো ফলাফল না হওয়ায় পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অজিরা।

নিউজিল্যান্ড একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টরি, অ্যাডাম মিলনে ও টিম সাউদি।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ব্র্যাড হাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

** সাউদির আঘাতে সাজঘরে ফিঞ্চ
** ব্যাটিংয়ে ওয়ার্নার-ফিঞ্চ জুটি
** টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।