ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লংকা-ইংলিশ ম্যাচে আম্পায়াররা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
লংকা-ইংলিশ ম্যাচে আম্পায়াররা ব্রুস ওক্সেনফোর্ড ও রট টাকার

ঢাকা: খানিকক্ষণ বাদে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ২২তম ম্যাচে পুল-এ’র দল ইংল্যান্ড ও শ্রীলংকা মুখোমুখি হচ্ছে। এটি ওডিআই ক্রিকেট ইতিহাসের ৩ হাজার ৬শ’ ১৯ নম্বর ম্যাচ।



এবার বিশ্বকাপ আসরে তিন ম্যাচে ইংল্যান্ডের জয় একটিতে। সমান সংখ্যক ম্যাচে শ্রীলংকার জয় দুটি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে দুদলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। দুদলের তাৎপর্যের এই ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৪ বছর বসয়ী অস্ট্রেলিয়ার সাউথপোর্টের ব্রুস ওক্সেনফোর্ড ও ৫০ বছর বয়সী সিডনির রট টাকার।

রট টাকার বেশ জনপ্রিয় আম্পায়ার। তিনি আইসিসি’র সেরা আম্পায়ার তালিকার একজন সদস্য। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক তিনি আন্তর্জাতিক আম্পায়ারের তালিকায় আম্পায়ার হিসেবে মনোনীত হন। তারপর তিনি খুব দ্রুততার সঙ্গে ২০১০ সালে আইসিসি এলিট আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হন।

আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড ২০০৮ সালে তার ওডিআই আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন ভারত-শ্রীলংকা ম্যাচের মধ্য দিয়ে। এরপর ২০১০ সালে এসে তার টেস্ট আম্পায়ারিং অভিষেক হয় শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের মধ্য দিয়ে। নিউজিল্যান্ডের সেক্সটন ওভাল, নেলসন স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে সবশেষ আম্পায়ারিং করছেন ব্রুস ওক্সেনফোর্ড।

এছাড়া এই ম্যাচে টিভি অাম্পায়ার হিসেবে রয়েছেন ডিসি গাফানিই, ম্যাচ রেফারি ডিসি বোন ও রিজার্ভ অাম্পায়ার এসডি ফ্রাই রয়েছেন দায়িত্বে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।