ঢাকা: জো রুটের ব্যাটে ভর করে দলীয় ২০০ রান পার করলো ইংল্যান্ড। রুট ও জেমস টেইলর এখন পর্যন্ত ৪২ রানের জুটি গড়ে ভালো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ চার উইকেটে ২০৯ রান। রুট ৮৪ ও টেইলর ১২ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে ১৫ রান করা ওপেনার মঈন আলীকে ফেরান শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ৯ ওভার ২ বলে ম্যাথিউসের বল কাভারে উঠিয়ে মারতে গিয়ে লাকমালের তালুবন্দি হন মঈন।
এরপর ব্যাট করতে নামা গ্যারি ব্যালান্সকে ১২ ওভার ২ বলে কট-অ্যান্ড-বোল্ড করেন দিলশান। দলীয় ১০১ রানের মাথায় এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার ইয়ান বেল। সুরাঙ্গা লাকমালের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।
দলীয় ১৬১ রানের মাথায় সাজ ঘরে ফেরেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। ২৭ রান করে থিসারা পেরেরার বলে দিলশানের তালুবন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে দু’দলের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রোববার(মার্চ ০১) ভোর চারটায় শুরু হয়।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫
** বিশ্বকাপে রুটের অভিষেক সেঞ্চুরি
** ৬০ রানের জুটি ভেঙে মরগানের বিদায়
** দলীয় দেড়শ রান পার করল ইংলিশরা
** ইংলিশ টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে
** একশ উইকেট দিলশানের
** স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাচ্ছে ইংলিশরা
** টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
** লংকান-ইংলিশ ম্যাচের ভেন্যু
** লংকা-ইংলিশ ম্যাচে আম্পায়াররা