ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে রুটের অভিষেক সেঞ্চুরি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বিশ্বকাপে রুটের অভিষেক সেঞ্চুরি জো রুট

ঢাকা: বিশ্বকাপে জো রুট অভিষেক সেঞ্চুরি করেছেন। আউটের আগে তার সংগ্রহ ১০৮ বলে ১২১ রান।



ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার (০১ মার্চ) শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তিনি এ সেঞ্চুরি করেন। এটি তার চতুর্থ শতক এবং লংকানদের বিপক্ষে দ্বিতীয়। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংসও বটে।

এরআগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আরও দুটি শতক রয়েছে। জো রুট প্রথম শতক করেন গত বছর ৫ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এটি তার প্রথম বিশ্বকাপ। এতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে যেমন নিজের জাত চেনালেন এই ইংলিশ, তেমনি দলকে নিয়ে গেলেন শক্ত একটা অবস্থানে। রঙ্গনা হেরাথের বলে লেগ-বিফোর হওয়ার আগে শেষ পর্যন্ত তিনি করেছেন ১০৮ বলে ১২১ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে এটি একটি রেকর্ড। এরআগে অ্যালেন লাম্ব চতুর্থ পজিসনে নেমে ইংল্যান্ডের হয়ে তিনটি সেঞ্চুরি করেন। শ্রীলংকার বিপক্ষে এই সেঞ্চুরির মধ্য দিয়ে একাই চার নম্বরে চারটি সেঞ্চুরির মালিক হলেন তিনি।

এ পর্যন্ত ৫২টি ওডিআই ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। তার ব্যাটিং গড় ৩৮ দশমিক ৪১। চার শতক ছাড়াও তার রয়েছে আটটি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।