ঢাকা: মারকুটে ব্যাটিংয়ের কারণে পাকিস্তানিরা ব্যাটসম্যান সবসময়ই সমর্থকদের কাছে জনপ্রিয়। দলে রয়েছে শহিদ আফ্রিদির মতো হার্ড হিটার, উমর আকমলের মতো মারকুটে ব্যাটসম্যান।
তবে এবারের বিশ্বকাপে দর্শকরা দেখছে পাকিস্তানের ভিন্নরূপ। একদিনের ফরমেটে খেলতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যান যেন ধীরগতির টেস্ট ক্রিকেটকেও হার মানাচ্ছেন।
রোববার (০১ মার্চ) দলীয় জিম্বাবুয়ের দুর্বল বোলিং আক্রমণের বিপক্ষেও পাকিস্তানি ব্যাটসম্যানরা ধুঁকছেন। দলীয় ৫০ রান সংগ্রহ করতে তারা খেলেছেন ১১২ বল। চলতি আসরের সবচেয়ে বেশি বল খেলে ৫০ রান সংগ্রহের রেকর্ডটি সংযুক্ত আরব আমিরাতের। আমিরাত প্রথম ৫০ রান সংগ্রহ করতে খেলেছে ১১৪ বল।
ম্যাচটিতে প্রথম ১০ ওভারে নির্ধারিত পাওয়ার প্লে-তে পাকিস্তান ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৪ রান। ২০১১ সালের পর এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ প্রথম ১০ ওভারের খেলায়।
ম্যাচের শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯৭ রান।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫