১ঢাকা: ৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে সোমবার দেশের চার ভেন্যুতে গড়িয়েছে ষষ্ঠ রাউন্ডের চার ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রকিবুল হাসানের সেঞ্চুরিতে (১১৫*) রংপুরের বিপক্ষে ভালো অবস্থানে ঢাকা বিভাগ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ২৬ রান তুলতেই দুই ওপেনার রনি তালুকদার (০) ও আব্দুল মজিদের (৮) উইকেট হারায়। দু’জনকেই সাজঘরে পাঠান শুভাশিষ রায়।
তৃতীয় উইকেটে জনি তালুকদার ও রকিবুল হাসান মিলে বিপর্যয় কাটিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। এ জুটি থেকে আসে ১৩৭ রান। দলীয় ১৬৩ রানে জনি তালুকাদার ৯০ রান করে সোহরাওয়ার্দি শুভর বলে ধীমান ঘোষকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
এর পর দলীয় ১৯৩ রানে চতুর্থ উইকেট হারায় ঢাকা। ২৭১ রানের মাথায় সাজেদুল ইসলামের বলে বিদায় নেন নাদিফ চৌধুরী (৩১)
দিনের খেলা শেষ হওয়ার এক ওভার আগে ব্যক্তিগত ১৬ রান করে আউট হন ঢাকা বিভাগের অধিনায়ক মোহাম্মদ শরিফ।
রকিবুল হাসান ১১৫ ও মোশাররফ হোসেন শূণ্য রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
শুভাশিষ রায় ও সোহরাওয়ার্দি শুভ দুটি করে উইকেট নেন।
চট্টগ্রাম-সিলেট
ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৪ রান করেছে সিলেট বিভাগ। রাজিন সালেহ ৭২ ও অলক কাপালি ৪৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
বরিশাল-রাজশাহী
বিকেএসপির দুই নম্বর মাঠে সাকলাইন সজিবের স্পিন ঘূর্নিতে ২৩৫ রানে শেষ হযেছে বরিশালের প্রথম ইনিংস। সজিব একাই নিয়েছেন পাঁচটি উইকেট। জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে রাজশাহী।
ঢাকা মেট্টো-খুলনা
বিকেএসপির তিন নম্বর মাঠে অপর ম্যাচে ঢাকা মেট্টোর বিপক্ষে ৫ উইকেটে ২৯৯ রান তুলেছে খুলনা বিভাগ। মেহেদি হাসানের ১৪০ রানের ইনিংসে ভর করে এ রান তোলে খুলনা। এছাড়া ৬৯ রান আসে তুষার ইমরানের ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫