ঢাকা: আইসিসির সহযোগী সদস্য হলেও নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে আয়ারল্যান্ড। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দু’টিতেই জয়।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে দু’দল।
স্বাভাবিক দৃষ্টিতে আয়ারল্যান্ডের তুলনায় দক্ষিণ আফ্রিকা যোজন-যোজন এগিয়ে থাকবে। কিন্তু, আইরিশদের খাটো করে দেখার উপায় নেই। বড় দলকে হারিয়ে চমক দেখানোটা তাদের কাছে নতুন কিছু নয়। কালকের ম্যাচে এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই বড় জয় দিয়ে শুরু করে। জিম্বাবুয়েকে ৬২ রানে প্রোটিয়ারা এবং ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে চার উইকেটে হারায় আইরিশরা। অবশ্য, দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খায় ডি ভিলিয়ার্সরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে হারে ১৩০ রানের বড় ব্যবধানে।
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও ডি ভিলিয়ার্সের ১৬২ রানের ঝড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ১৫১ রানেই গুটিয়ে যায় গেইল-স্যামুয়েলসরা। অপরদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই উইকেটের কষ্টার্জিত জয় পায় আইরিশরা।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার ও জেপি ডুমিনি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় কালকের ম্যাচেও তাদের মাঠে নামার সম্ভাবনা নেই। ক্যারিবীয়দের বিপক্ষে ডুমিনি ও ফিল্যান্ডারের পরিবর্তে খেলা রাইলি রুশো ও কাইল অ্যাবোট দু’জনই কাল খেলতে পারেন। অলরাউন্ডার ফারহান বেহারদিয়ান ও ওয়েইন পারনেলের মধ্যে যেকোনো একজন খেলতে পারেন।
পুল ‘বি’র পয়েন্ট টেবিলে প্রোটিয়াদের পরেই তিন নম্বরে আছে আইরিশরা। প্রথম তিন ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। কালকের ম্যাচ জিততে পারলে প্রোটিয়াদের হটিয়ে দ্বিতীয় স্থানে উঠার হাতছানি আইরিশদের সামনে। আইরিশদের বড় ব্যবধানে হারাতে পারলে রান রেটে এগিয়ে ভারতের জায়গায় শীর্ষে দেখা যেতে পারে প্রোটিয়াদের।
উল্লেখ্য, ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। সবকটিতেই জয় পায় প্রোটিয়ারা। সর্বশেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে দু’টিতে হারের স্বাদ পায় আমলা-ভিলিয়ার্সরা। অপরদিকে, সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জয় পায় আইরিশরা।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান/ওয়েইন পারনেল, কাইল অ্যাবোট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পর স্টার্লিং, এড জয়েস, নায়াল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, অ্যালেক্স কুস্যাক, ম্যাক্স সোরেনসন ও জর্জ ডকট্রেল।
বাংলাদেশ সময়: ২১০৬ মার্চ ০২, ২০১৫