ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০৪ রানে পিছিয়ে রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
১০৪ রানে পিছিয়ে রংপুর ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের গুরুত্বপূর্ন ম্যাচে প্রথম ইনিংসে ঢাকা বিভাগের করা ৩৩৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ২৩১ রান তুলেছে রংপুর বিভাগ। ফলে প্রথম ইনিংসে ঢাকার চেয়ে ১০৪ রানে পিছিয়ে আছে রংপুর।



মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের করা ৬ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ঢাকা। এদিন ৪১ রান যোগ করতেই বাকি চার উইকেট হারালে ৩৩৫ রানেই শেষ হয়ে যায় ঢাকার প্রথম ইনিংস। আগের দিন ১১৫ রানে অপরাজিত থাকা রকিবুল হাসান দ্বিতীয় দিনে যোগ করেন ১৫ রান। ১৩০ রান করে শুভাশিষ রায়ের বলে ধিমান ঘোষের হাতে ক্যাচে দেন এ সেঞ্চুরিয়ান। ২৮৬ বলে ১৩টি চার ও দুটি ছক্কার সাহায্যে এ স্কোর করেন রকিবুল। এবারের লিগে এটি রকিবুলের দ্বিতীয় সেঞ্চুরি।

আগের দিন ‍দুই  উইকেট নেয়া শুভাশিষ আজও  দুটি উইকেট দখল করেন। প্রথম ইনিংসে ঢাকার চার উইকেট নেন রংপুরের এ বোলার। সাজেদুল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট নেন।
৩৩৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না রংপুরের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে একসময় স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ১২৭ রান। সেখান থেকে ধিমান ঘোষ ও আরিফুল হকের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি ভালো অবস্থানে নিয়ে যায় রংপুরকে।   ধিমান ৬৭ ও আরিফুল ৫১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন।

ঢাকার বোলার শাহাদাত হোসেন সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।