ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে চমকে দিতে চায় আরব আমিরাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
পাকিস্তানকে চমকে দিতে চায় আরব আমিরাত

ঢাকা: প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হারতে বসেছিলো পাকিস্তান। শেষ পর্যন্ত বোলারদের সাফল্যে জয় পায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।



জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম জয়ের পর আত্মবিশ্বাস ফিরেছে পাকিস্তান শিবিরে।   অন্যদিকে, তিন ম্যাচের কোনোটিতেই জয় নেই আরব আমিরাতের। পাকিস্তানের বিপক্ষে অঘটন ঘটিয়ে একটি জয় ছিনিয়ে নিতে চায় আরব আমিরাত।

নেপিয়ারে বাংলাদেশ সময় বুধবার (০৪ মার্চ) সকাল ৭টায় পুল বি’র ম্যাচে মুখোমুখি হবে দু’দল। চলতি আসরে নিউজিল্যান্ডের ভেন্যুতে পাকিস্তানের এটিই প্রথম ম্যাচ।

পাকিস্তান দলের অনুশীলনে উমর আকমলের সঙ্গে সরফরাজ আহমেদকেও গ্লাভস হাতে দেখা গেছে। তবে উমর আকমলকে বাদ দেওয়া হবে কিনা এমন কোনো আভাস পাওয়া যায়নি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট থেকে।

আমিরাত ম্যাচে একজন লেগস্পিনার খেলানোর কথা ভাবছে পাকিস্তান দল। সেক্ষেত্রে বাঁহাতি মিডিয়াম পেসার রাহাত আলিকে বসিয়ে লেগস্পিনার ইয়াসির শাহকে বিবেচনা করা হতে পারে।

আরব আমিরাত দলেও দেখা যেতে পারে একটি পরিবর্তন। মিডিয়াম পেসার রোহান মোস্তফার জায়গায় একাদশে ঢুকতে পারেন অফস্পিনার নাসির আজিজ।

এর আগে ১৯৯৪ ও ১৯৯৬ সালে দু’বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে আরব আমিরাত। দু’বারই শক্তিশালী পাকিস্তানের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে আরব অঞ্চলের দলটি।

মজার ব্যাপার হলো, আরব আমিরাত দলের ১৫ জন খেলোয়াড়ের মধ্যে ৯ জনই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। এ কারণে আমিরাতের ক্রিকেটাররা মিসবাহদের পরিচিত প্রতিপক্ষই।

‘আমরা তাদের বেশিরভাগ খেলোয়াড় সর্ম্পকেই জানি। দুবাইতে তারা আমাদের ক্রিকোটারদের বিপক্ষে খেলেছে। ঘরোয়া ক্রিকেটেও দেখা হয় ওদের খেলোয়াড়দের সঙ্গে। আমার ধারণা ওরাও আমাদের সম্পর্কে জানে। আর আমরা ওদের খুব ভালোভাবে জানি’, বলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক।

‘আমরা আরব আমিরাতের প্রতিনিধিত্ব করছি। এটা ভাববার সুযোগ নেই এটা শুধু পাকিস্তানিদের লড়াই। আমরা আমিরাতের হয়েই খেলছি। কালকের ম্যাচে আমরা শতভাগই দেব’, সংবাদ সম্মেলনে একথা বলেন আরব আমিরাত ক্রিকেটার আমজাদ জাভেদ।

বুধবারের ম্যাচে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদির সামনে। মাইলফলকে পৌঁছাতে আর মাত্র দুই রান প্রয়োজন তার। ৩৯৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৭৯৯৮ রান করেছেন এই মারকুটে ব্যাটসম্যান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক) , শহিদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি/ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান।

আরব আমিরাতের সম্ভাব্য একাদশ: আমজাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার, কৃঞ্চা চন্দ্রন, খুররম খান, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), শায়মান আনোয়ার, রোহান মোস্তফা/নাসির আজিজ, আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, মোহাম্মদ তৌকির (অধিনায়ক), মানজুলা গুরুগু।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।