অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে ব্যাটিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু স্কোর বোর্ডে ১৪ রান যোগ করতেই দৌলাত জাদরানের বলে নওরোজ মঙ্গলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফিঞ্চ (০৪ রান)।
নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমেছেন স্টিভেন স্মিথ। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ১২ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ৫ ওভার শেষে অস্ট্রেলিয় দলের সংগ্রহ এক উইকেটে ২০ রান।
বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
বুধবার (০৪ মার্চ) পার্থে দু’দলের মধ্যকার এ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহম্মদ নবী।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জেমস ফকনার।
আফগানিস্তান দল: মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসঘার স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই, নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জাদরান, দৌলাত জাদরান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫
** ব্যাটিংয়ে ওয়ার্নার-ফিঞ্চ
** টসে হেরে ব্যাটিংয়ে অজিরা