ঢাকা: হয়ত এটাই শেষ বিশ্বকাপ পাকিস্তানের মিসবাহ-উল-হক ও আরব আমিরাতের মোহাম্মদ তৌকিরের৷ তবে এবারের আসরে এই দুই ‘বুড়ো’র নেতৃত্বেই বিশ্বমঞ্চে লড়াই করছে তাদের নিজ নিজ দল।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করা পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছেও আত্মসমর্পন করে।
ফলে পাকিস্তান ৯২’র বিশ্বকাপের মতো এবারও ‘বুড়ো’র নেতৃত্বেই বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলবে বলে প্রত্যাশা করছেন অতি আত্মবিশ্বাসী সমর্থকরা। ওই বিশ্বকাপে ৪০ বছর বয়সী ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয় করে পাকিস্তান।
এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্ব দিচ্ছেন ৪০ বছর ২৮০ দিন বয়সী মিসবাহ-উল-হক। পাঞ্জাবের মিয়ানওয়ালিতে ২৮ মে ১৯৭৪ সালে জন্ম নেন তিনি।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড ‘বুড়ো’ মোহাম্মদ তৌকিরের কাঁধেই চাপিয়েছে অধিনায়কত্বের ভার। ৪৩ বছর ৪৯ দিন বয়সী মোহাম্মদ তৌকিরই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক।
ইতোপূর্বে এ রেকর্ডটি ছিল নেদারল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন লবার্সের। ১৯৯৬ বিশ্বকাপে তার বয়স ছিল ৪২ বছর ৩৪৭ দিন।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫