ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের অর্ধশতক, স্কোর ৬৮/১

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ওয়ার্নারের অর্ধশতক, স্কোর ৬৮/১ ছবি: সংগৃহীত

ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ফিঞ্চের উইকেট হারিয়ে কিছুটা থেমে গেলেও অপর ওপেনার ওয়ার্নার রানের চাকা সচল রেখেছেন। তিনি তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।

প্রথম ১০ ওভারে দর্শকরা খুব একটা মারকুটে ব্যাটিং না দেখলেও পাওয়ার প্লে-তে এক উইকেটে ৬৮ রান করেছে অজিরা। ক্রিজে ওয়ার্নার ৫০ এবং স্মিথ ৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু দলীয় স্কোর বোর্ডে ১৪ রান যোগ করতেই দৌলাত জাদরানের বলে নওরোজ মঙ্গলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
 
বুধবার (০৪ মার্চ) পার্থে দু’দলের মধ্যকার এ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহম্মদ নবী।

অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জেমস ফকনার।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসঘার স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই, নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

** শুরুতেই ফিঞ্চকে ফেরালেন জাদরান
** ব্যাটিংয়ে ওয়ার্নার-ফিঞ্চ
** টসে হেরে ব্যাটিংয়ে অজিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।