বিশ্বকাপের ১১তম আসরের প্রথম সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে অজিরা।
২৫ ওভার শেষে অজিদের সংগ্রহ ১৫১ রান। ব্যক্তিগত ১০০ রান নিয়ে ওয়ার্নার এবং ৪০ রানে স্মিথ ব্যাট করছেন। আফগানদের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন দৌলাত জাদরান।
ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ফিঞ্চের উইকেট হারিয়ে কিছুটা থেমে গেলেও আরেক ওপেনার ওয়ার্নার ঠিকই রানের চাকা সচল রেখেছেন। তিনি তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।
প্রথম ১০ ওভারে দর্শকরা খুব একটা মারকুটে ব্যাটিং না দেখলেও পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৬৮ রান করেছে অজিরা।
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু দলীয় স্কোর বোর্ডে ১৪ রান যোগ করতেই দৌলাত জাদরানের বলে নওরোজ মঙ্গলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
বুধবার (০৪ মার্চ) পার্থে দু’দলের মধ্যকার এ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহম্মদ নবী।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫
** ওয়ার্নার-স্মিথের শতরানের জুটি
** ওয়ার্নারের অর্ধশতক, স্কোর ৬৮/১
** শুরুতেই ফিঞ্চকে ফেরালেন জাদরান
** ব্যাটিংয়ে ওয়ার্নার-ফিঞ্চ
** টসে হেরে ব্যাটিংয়ে অজিরা