ঢাকা: বিশ্বকাপের ২৬তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ ও বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯২ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে তিনি শতক পূর্ণ করেন।
ওয়ার্নার এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান করেছিলেন।
এদিন প্রথম থেকেই আফগান বোলারদের উপর চওড়া হয়ে খেলতে থাকেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তবে অজি ইনিংসের শুরুতেই অন্য ওপেনার অ্যারন ফিঞ্চ দ্রুত আউট হলেও উইকেটে নিজের আধিপত্য বিস্তার করে ব্যাটিং করতে থাকেন। পরে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি।
এদিকে ওয়ার্নারের ব্যাটিংয়ের উপরে ভর করে রানের পাহাড় করছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়া ওয়ার্নার এ ম্যাচ সহ ৫৭টি ওয়ানডে খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫