ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের গুরুত্বপূর্ন ম্যাচে ঢাকার করা ৩৩৫ রানের জবাবে ৩০৬ রানে শেষ হয়েছে রংপুরের প্রথম ইনিংস। ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ঢাকা বিভাগ দুই উইকেটে ৬৩ রান তোলার পর তৃতীয় দিনের খেলা শেষ হয়।
বুধবার মিরপুর শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের পাঁচ উইকেটে ২৩১ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে রংপুর। বৃষ্টির কারণে এ দিন মাত্র ৪৩ ওভার খেলা হয়েছে। বৃষ্টিভেজা মাঠে মোহাম্মদ শরিফের বোলিং তোপে ৭৫ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারায় রংপুর।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৮১ রান আসে ধীমান ঘোষের ব্যাট থেকে। এছাড়া ৬৮ রান করেন আরিফুল হক।
মোহাম্মদ শরিফ ও শাহাদাত হোসেন চারটি করে উইকেট শিকার করেন। ম্যাচের তৃতীয় দিনেই তিনটি উইকেট নেন শরিফ। বাকি দু’টি উইকেট দখলে নেন শাহাদাত হোসেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে আব্দুল মজিদের (১১) উইকেট হারায় ঢাকা। শুভাশিষের বলে নাঈম ইসলামের হাতে ক্যাচ দেন মজিদ। দলীয় ৬১ রানে আরিফুলের বলে এলবিডব্লু হন রনি তালুকদার (২১)।
জনি তালুকদার ২১ ও রকিবুল হাসান ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
জাতীয় লিগের পঞ্চম রাউন্ড শেষে তিন জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছে রংপুর বিভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। আর তৃতীয় অবস্থানে ঢাকা বিভাগ।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫