ঢাকা: এ-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। স্কটিশদের হারিয়ে গ্রুপ পর্ব পেরোনোর রাস্তাটা সুগম করতে চায় টাইগাররা।
১৯৯৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষেই এসেছিলো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়। ওই ম্যাচে ২২ রানে স্কটিশদের হারিয়েছিলো টাইগাররা।
১৬ বছর বছর পর নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোর চারটায় আবার মুখোমুখি হচ্ছে দু’দল।
২০০৬ সালে অবশ্য দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-স্কটল্যান্ড দু’বার মুখোমুখি হয়। দুটি ম্যাচেই সহজ জয় পায় টাইগাররা। ওই সিরিজে খেলা মাশরাফি, সাকিব ও মুশফিক রয়েছেন এবারের বাংলাদেশ শিবিরে।
চলতি আসরে নিউজিল্যান্ডের ভেন্যুতে বাংলাদেশের এটিই প্রথম ম্যাচ। আয়ারল্যান্ড এ মাঠেই ৩০৪ রান টপকে হারিয়েছিল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের উইকেটও ব্যাটিং সহায়ক হবে।
উভয় দলই এবারের বিশ্বকাপে তিনটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচে একটি জয়, একটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে বাংলাদেশের অর্জন তিন পয়েন্ট।
অন্যদিকে, স্কটল্যান্ড কোনো ম্যাচে জয় না পেলেও, লড়াই করার সামর্থ আছে দলটির। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়ে বঞ্চিত হয়েছে তারা।
স্কটিশ ব্যাটসম্যানদের স্পিনে দুর্বলতা থাকায় একজন স্পেশালিস্ট স্পিনার নেওয়া হতে পারে বাংলাদেশের একাদশে। সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান কমিয়ে দেবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
মুমিনুল হকের জায়গায় আরাফাত সানি ও তাইজুল ইসলামের মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে এ ম্যাচে। স্কটল্যান্ড দলে পরিবর্তনের কোনো আভাস নেই।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না। এ ম্যাচ জিতে আত্মবিশ্বাস কাজে লাগাতে চান ইংল্যান্ড ম্যাচে।
তিনি বলেন, জয় ছাড়া অন্যকিছু আশা করছি না। শ্রীলংকার সাথে ম্যাচ হারায় আত্মবিশ্বাস কিছুটা কমেছে। তাই এ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত থাকতে চাই।
স্কটিশ অধিনায়ক মমসেন মনে করছেন মাঝের ওভারগুলো ও ডেথ ওভারে ব্যাটিং ভালো করতে পারলে বাংলাদেশের সাথে লড়াই করা সম্ভব। বাংলাদেশের স্পিন নিয়ে ভাবনা থাকলেও দুশ্চিন্তা নেই স্কটল্যান্ড শিবিরে।
‘বাংলাদেশের কাছ থেকে স্পিন আক্রমণ আশা করছি আমরা। আমরা স্পিন মোকাবেলায় প্রস্তুতও আছি। আমি মনে করি, আমাদের বিপক্ষে মাঝের ওভারগুলো শক্ত হাতে মোকাবেলা করা খুব গুরুত্বপূর্ণ। শেষ এক বছর আমরা সাব-কন্টিনেন্টের কন্ডিশনে খেলেছি। বিশ্বকাপ শুরুর আগে শেষ ১০ দিন আমরা দুবাইতে ব্যাটিং ক্যাম্প করেছি, সেটা স্পিন ভালোভাবে খেলার জন্যই’, বলেন মমসেন।
বাংলাদেশের জন্য হুমকি হতে পারেন ‘ঘরের শক্র’ শেন জার্গেনসন। বাংলাদেশের সাবেক এই কোচ বলেছেন ম্যাচটা খুব কঠিন হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। জার্গেনসন বর্তমানে স্কটল্যান্ডের পরামর্শক হিসেবে কাজ করছেন। এর আগে ১৪ মাস বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের সামর্থ-দুর্বলতা তার ভালোই জানা।
বৃহস্পতিবারের ম্যাচে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সামনে। এই মাইলফলকে পৌঁছাতে আর মাত্র ১০ রান প্রয়োজন তার। ১৩৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৯৯০ রান করেছেন বাঁহাতি এই মারকুটে ব্যাটসম্যান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম/আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: ক্যালাম ম্যাকলউড, কোয়েটজার, এইচজেডব্লিউ গার্ডিনার, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, আরএম হক, অ্যালসডায়ার ইভান্স ও ইয়ান ওয়ার্ডল।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৫