ঢাকা: তৃতীয় ওভারেই স্কটিশ শিবিরে আঘাত হানলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ওভারের দ্বিতীয় বলে মাহমুদুল্লার তালুবন্দি হয়ে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন স্কটিশ ওপেনার ম্যাকলিওড।
প্রথম ওভারেই ৯ রান দেওয়া টাইগার দলপতি বোলিংয়ে কিছুটা পরিবর্তন আনেন। দ্বিতীয় ওভার করতে তিনি অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন।
এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
চলতি আসরে নিউজিল্যান্ডের ভেন্যুতে বাংলাদেশের এটিই প্রথম ম্যাচ। গ্রুপ পর্বের তলানিতে থাকা স্কটিশদের হারিয়ে গ্রুপ পর্ব পেরোনোর রাস্তাটা সুগম করতে চায় টাইগাররা।
বিশ্বকাপের আসরে ১৬ বছর বছর পর নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে টাইগাররা আবার মুখোমুখি হয়েছে স্কটল্যান্ডের। ১৯৯৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষেই এসেছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়। ওই ম্যাচে ২২ রানে স্কটিশদের হারিয়েছিল টাইগাররা।
২০০৬ সালে অবশ্য দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশ-স্কটল্যান্ড দু’বার মুখোমুখি হয়। দুটি ম্যাচেই সহজ জয় পায় টাইগাররা। ওই সিরিজে খেলা মাশরাফি, সাকিব ও মুশফিক রয়েছেন এবারের বাংলাদেশ শিবিরে।
বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫
** স্কটিশ বধে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** টস জিতে ফিল্ডিং নিয়েছে টাইগাররা