ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে ফিরলেন কোয়েটজার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
অবশেষে ফিরলেন কোয়েটজার ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো খড়গ চালিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেওয়া স্কটিশ ব্যাটসম্যান কাইল কোয়েটজার অবশেষ ১৫৬ রানে থেমেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) কোনো স্কটিশ ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ স্কোর।



অফ স্পিনার নাসির হোসেনের বল তুলে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৩৪ বলে করা ১৫৬ রানের ইনিংসে ১৭টি চার ও ৪টি ছক্কা হাঁকান কোয়েটজার।

এ ম্যাচের আগে ২৩টি একদিনের ম্যাচ খেলা কোয়েটজারের সর্বমোট রান ৮১৫।   ৬ অর্ধশতকের ক্যারিয়ারে সর্বোচ্চ স্কোর ছিল ১৩৩।

২০০৮ সালের ৮ আগস্ট এডিনবার্গে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় কোয়েটজারের।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।