ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ২৮তম অর্ধশতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
তামিমের ২৮তম অর্ধশতক

ঢাকা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) ২৮তম অর্ধশতক হাঁকালেন বাংলাদেশি বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল।

বিশ্বকাপের এগারোতম আসরের ২৭তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে এ অর্ধশতক করেন তামিম।

অর্ধশতক হাঁকাতে ৬টি চার ও ১টি ছয় মারেন তিনি।

এর আগে এ ইনিংসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তামিমের। এর আগে ১৩৭ ম্যাচ খেলা (এই ম্যাচ বাদে) তামিম ১৩৬ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেন তিন হাজার ৯৯০ রান।

চার শতক ও ২৭ অর্ধশতকের মালিক তামিমের ওডিআইতে সর্বোচ্চ স্কোর ১৫৪।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।