পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে কোনো রকম পাত্তা না দিয়ে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়েছে ভারত। শেষ ম্যাচে আরব আমিরাতকে হারিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে ফেভারিটের তালিকায় সমান নম্বর নিয়েই পাশে রয়েছে ভারত। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের চার ম্যাচে দুই জয়ে ঝুলিতে চার পয়েন্ট। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছেও হারের স্বাদ নিতে হয়েছিল জেসন হোল্ডারের দলকে।
শুক্রবারের (০৬ মার্চ) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২ টায় পার্থে মুখোমুখি হবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও দুইবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ।
কালকের ম্যাচে ক্যারিবীয়দের শক্তির নাম হতে পারে ‘ক্রিস গেইল’। নিজের দিনে একক নৈপুণ্যেই ম্যাচ জিতিয়ে দিতে পারেন এ ব্যাটিং দানব। জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে নিজের ক্ষমতার জানান দিয়েছেন গেইল।
তবে ভারতের বিপক্ষে জয় পেতে হলে দলীয় পারফরম্যান্স ছাড়া চলবে না এটা ভালো করেই জানার কথা ক্যারিবীয়দের। ভারতের স্পিন তো আর সাদামাটা নয়। রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজাদের ঘূর্ণি সামলাতে হলে দলগত প্রচেষ্টার দিকেই ছুটতে হবে গেইল-স্যামুয়েলসদের।
শুক্রবারের ম্যাচে জয় পেলেই শেষ আটে খেলা নিশ্চিত হয়ে যাবে ভারতের। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর। ধাওয়ান-কোহলি-রোহিতরা রয়েছেন ছন্দ্বে।
শেষ চারবারের দেখায় ভারতের জয় ৩টিতে, আর ওয়েস্ট ইন্ডিজের জয় একটিতে।
২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের কাছে ৮০ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।
পার্থের ওয়াকা গ্রাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় পুল ‘বি’ এর ম্যাচে মাঠে নামবে দু’দল। পার্থের উইকেট ব্যাটিং সহায়ক না হলেও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান রেকর্ড এ মাঠেরই। বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের স্কোর দাঁড় করেছিল অস্ট্রেলিয়া।
ভারতের সম্ভাব্য একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ সামি/ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একদাশ: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক) আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ও জেরম টেইলর।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫