ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্সে জিইয়ে আছে প্রোটিয়াদের স্বপ্ন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
ভিলিয়ার্সে জিইয়ে আছে প্রোটিয়াদের স্বপ্ন

ঢাকা: আট উইকেট হারালেও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা জিইয়ে আছে দক্ষিণ আফ্রিকার। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ২৯ ওভার ২ বলে প্রোটিয়াদের সংগ্রহ ১৭২ রান।

হাতে আছে ১৭ ওভারেরও বেশি। ক্রিজে ভিলিয়ার্সের (৫৬) সঙ্গে আছেন মরনে মর্কেল।

শনিবার (৭ মার্চ) অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২২ রানের পুঁজি সংগ্রহ করেই গুটিয়ে যায় পাকিস্তান। তবে বৃষ্টি আইনের খাড়ায় পড়ে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়িয়েছে ২৩২ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের বোলিং তোপে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক মিসবাহ উল হক। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন করেন তিনি।

প্রোটিয়া ফাস্ট বোলার ডেইল স্টেইন ৩টি, মরনে মরকেল ও কাইল অ্যাবোট নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

** ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান
** ডুমিনিকে হারিয়ে চাপে প্রোটিয়ার‍া
** ৫ উইকেট নেই প্রোটিয়াদের
** রুশোকে ফেরালেন ওয়াহাব
** প্রোটিয়‍া শিবিরে পাকিস্তানের জোড়া আঘাত
** ২৩২ রানের টার্গেটে শুরুতেই সাজঘরে ডি কক
** ২২২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান
** মিসবাহকেও ফেরালেন স্টেইন
** জোড়া আঘাতে আফ্রিদি-ওয়াহাব সাজঘরে
** ফের শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
** পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আবারও বৃষ্টি
** বৃষ্টি বাগড়ার পর ফের ম্যাচ শুরু
** পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা খেলায় বৃষ্টির বাগড়া
** সাজঘরে উমর, নামলেন আফ্রিদি
** ইউনিসের পর ফিরলেন মাকসুদও
** সাজঘরে ইউনিস, নিয়ন্ত্রিত বোলিং প্রোটিয়াদের
** অর্ধশতক বঞ্চিত হয়ে সাজঘরে সরফরাজ
** অ্যাবট-স্টেইন ফেরালেন শেহজাদকে
** প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিং
** ব্যাটিংয়ে নেমেছেন সরফরাজ-শেহজাদ
** টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
** পাকিস্তানের বাঁচা-মরার, প্রোটিয়াদের এগিয়ে যাওয়ার লড়াই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।