ঢাকা: পুল এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ১৯৯৬’র বিশ্বকাপ জয়ী দল শ্রীলংকা। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে।
ম্যাচের আগে উভয় দলের ব্যাটসম্যানরাই রয়েছেন দুর্দান্ত ফর্মে। অজি ব্যাটসম্যানদের মধ্যে- ডেভিড ওয়ার্নার, স্টিফেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা রয়েছেন ফর্মে। এদের যে কোনো একজনের লম্বা ইনিংস প্রতিপক্ষের বোলারদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তবে সে ভয় নেই লংকান শিবিরে। কেননা তাদের ব্যাটসম্যানরাও রয়েছেন রানের মধ্যে। শেষ দুই ম্যাচে টানা সেঞ্চুরি করেছেন কুমার সাঙ্গাকারা। সেই সঙ্গে টপঅর্ডারে লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথুসদের ব্যাটিং কারিশমায় দুর্বল হয়ে যেতে পারে অজিদের পেস ছন্দ।
ব্যাটিংয়ে উভয়দলের শক্তি কাছাকাছি মানের হলেও বোলিংয়ে কিছুটা এগিয়ে থাকছে অজিরাই। হোম কন্ডিশনের সুবিধাতেও এ ম্যাচে এগিয়ে রাখা যেতে পারে মাইকেল ক্লার্কের দলকে।
অস্ট্রেলিয়ার মাঠ হলেও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লংকানদের অভিজ্ঞতা মন্দ নয়। পরিসংখ্যান বলছে, এ মাঠে শেষ আটবারের লড়াইয়ে ছয় বারই জয় দ্বীপ দেশ শ্রীলংকার। তবে শঙ্কাও রয়েছে। ১৯৯৬-এর বিশ্বকাপ ফাইনালের পর বিশ্বকাপে এ পর্যন্ত চারবার দেখা হয়েছিল শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার। একবারও জয় পায়নি লংকানরা।
সিডনির ম্যাচে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন শেন ওয়াটসন। মিচেল মার্শের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হতে পারে। এছাড়া পেসার জোস হ্যাজেলউডের জায়গায় প্রথমবারের মতো একাদশে থাকার সম্ভাবনা স্পিনার জাভিয়ে ডোহার্টির।
লংকান দলেও আসছে পরিবর্তন। ইনজুরির কারণে দিমুথ করুণারত্নে ছিটকে যাওয়ায় উপল থারাঙ্গাকে ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের জায়গায় একাদশে দেখা যেতে পারে লেগ স্পিনার শিকুজি প্রসন্নকে।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড/জাভিয়ে ডোহার্টি, মিচেল জনসন, শেন ওয়াটসন/মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও জেমস ফকনার।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, উপল থারাঙ্গা/শচিত্রা সেনানায়েকে, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন, সুরাঙ্গা লাকমাল ও লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫