ঢাকা: আরেকটি মাইলফলক স্পর্শ করলেন শ্রীলঙ্কার ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা। ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান করার রেকর্ড গড়লেন ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে সাঙ্গাকারার রান ছিল ৪০১ ম্যাচে (৩৭৭ ইনিংস) ১৩,৯৬১ রান। ১৩.৩ ওভারের সময় গ্লেন ম্যাক্সওয়েলের বলে দুই রান নিলে সাঙ্গাকারার রান গিয়ে দাঁড়ায় ৩৯। এরই সঙ্গে কাঙ্খিত ১৪ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
উল্লেখ্য, এক দিনের ক্রিকেটে ৪৬৩ ম্যাচে (৪৫২ ইনিংস) শচীন টেন্ডুলকারের রান সংখ্যা ১৮,৪২৬। এর মধ্যে ৯৬টি ফিফটি ও ৪৯টি শতক হাঁকিয়েছেন এই মাস্টার ব্লাস্টার। সাঙ্গাকারার পর তৃতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩৭৫ ম্যাচে (৩৬৫ ইনিংস) ৮২টি অর্ধশত ও ৩০টি সেঞ্চুরির সাহায্যে ১৩,৭০৪ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, মার্চ ০৮, ২০১৫