হেলসিংকি: বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ফিনল্যান্ড শাখা বিএনপি।
সোমবার (০৯ মার্চ) অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ফিনল্যান্ড বিএনপির নেতারা।
দেশ ও দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদেরও শুভেচ্ছা জানান তারা।
বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন ফিনল্যান্ড বিএনপি।
তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারীরা হলেন- ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার, সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান চপল, সহ-সভাপতি এজাজুল হক রুবেল, বদরুম মনির ফেরদৌস, মো. আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিঠু, প্রদীপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, যুগ্ম-সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নিজাম আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, রাসেল খান, নজরুল ইসলাম, মো. জুয়েল, আরিফ আহমেদ, ফাহমিদ-উস-সালেহীন, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, আজাদ আবুল কালাম, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ, আজমাইন রহমান, মো. সহিদুল এবং ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫